ঢাকা, ২৪ এপ্রিল – সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে দেওয়া প্রস্তাবনায় কী কী বিষয়ে ঐক্যমত হয়েছে তা দ্রুত প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি লিয়াঁজো কমিটি বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।
আমির খসরু বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও আরো বহু সংস্কার হতে থাকবে। আগামী বছরেও সংস্কার হবে। তারপরও যে সব সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো জাতির সামনে প্রকাশ করে ভোটের দিনক্ষণ ঠিক করে ঘোষণা করতে অসুবিধাটা কোথায়। ইউনুস সাহেবও তো বলেছেন, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার। কোথায় ঐক্যমত হয়েছে সেটা বলেন না। আমরা তো সবাই জমা দিয়েছি। শুধু বিএনপি না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। তারা কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদ সই করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাবো, পরিষ্কার কথা।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট হবে, নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমেই রাজনৈতিক দল ক্ষমতায় যাবে। জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংসদে যাবে। এটাই তো গণতন্ত্র।
এ সময় বাম গণতান্ত্রিক ঐক্য ও “বাংলাদেশ জন অধিকার পার্টির নেতারা বলেন, যেই যেই সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সে সকল সংস্কারগুলো করে নির্বাচনের রোডম্যাপ দেওয়া দরকার। কারণ এই সরকার চাইলেই সব সংস্কার করতে পারবে না। আরেকটা বিষয় সরকার চাইলেই প্রতিটি সংস্কারে সব রাজনৈতিক দলের ঐক্যমত নিতে পারবে না। সুতরাং যেটা পারবে না সেটার জন্য সময়ক্ষেপন না করে যে সকল বিষয়গুলোতে রাজনৈতিকদলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো জাতির সামনে প্রকাশ করে সে সব সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।
এদিন বিকেল ৪টায় বাংলাদেশ জন অধিকার পার্টি” ও বিকেল ৫টা ১০ মিনিটে বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্নয়ক আবুল কালাম আজাদ -এর নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিএনপি লিয়াঁজো কমিটি।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৪ এপ্রিল ২০২৫