সংখ্যালঘু বলতে আমরা কিছু বিশ্বাস করিনা: আমীর খসরু

সংখ্যালঘু বলতে আমরা কিছু বিশ্বাস করিনা: আমীর খসরু

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের শারদীয় শভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী মাহমুদ বলেন, সংখ্যালঘু বলে আমরা কিছু বিশ্বাস করিনা, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাইকে নিয়ে রংধুনু বা রেইনবো নেশন করতে চাই। এইগুলো কোন স্লোগান নয়। এই কথাগুলো উৎস জাতীয়বাদ থেকে।

আমীর খসরু বলেন, বিএনপি জাতীয়তাবাদ মৌলিক চেতনা থেকে আসছে। অনেক ভাবনা আসছে। জাতীয়তাবাদ থেকে বিএনপি তৈরী হয়েছে। বিএনপির দর্শন চিন্তা ভাবনা নিয়ে কারো কোন প্রশ্ন করার সুযোগ নাই। জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের দর্শন দিনের আলোর মত পতিস্কার। আমাদের বুজতে হবে ধর্মকে মূলধন করে অনেকে নেতা হয়ে যাচ্ছে। জাতির মধ্য বিবেধ সৃষ্টি করে দলকে লাভবান করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পাহাড় সমতল ধর্মবর্ণ শেশে আমরা সকলে বাংলাদেশি।

শারদীয় শভেচ্ছা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Explore More Districts