বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।
১ অক্টোবর বুধবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁদপুর পৌরসভার বাবুরহাট, দাসাদী, মঠখোলা, পাল পাড়া, মিশন রোড, কালিবাড়ী এবং পুরানবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি পূজামন্ডপে দর্শনার্থী ও পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ব্যক্তিগত অনুদান তুলে দেন।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে মিলে মিশে বসবাস করছে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন- কোন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। একটি রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য সংখ্যালঘু শব্দটি আপনাদের উপর চাপিয়ে দিয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এক আকাশের নিচে, এক মাটিতে বসবাস করি। প্রতিটা নাগরিক এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে।
তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি বাংলাদেশের সাংস্কৃতিক একটি অংশ। আপনারা যাতে শান্তিপূর্ণভাবে এই উৎসবটি পালন করতে পারেন, এজন্য বিএনপির নেতাকর্মী আপনাদের পাশে আছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের নেতৃত্বে আমরা আপনাদের পাশে থাকবো। সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে চাই।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার সভ্য সমাজ বিনির্মাণে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক বাবা-মায়ের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমারা যেন সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার করার চাইতে সুসন্তান হিসেবে গড় তুলতে বেশি চেষ্টা করি। এদেশের বৃদ্ধাশ্রমগুলোতে শিক্ষিত সন্তানদের বাবারাই বেশি থাকে। সন্তান সুশিক্ষিত হলে তার বাবা-মাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হয় না।
সাংবাদিক পলাশ দে’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান, বিএনপি নেতা জুলহাস সরদার, আহসান মিজি, আফজাল হোসেন পাটোয়ারী, সায়েদ শেখ, বাবুর হাট এলাকার কুলদা প্রসাদ বাড়ি দুর্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুরঞ্জিত কর, নান্টু দের বাড়ি দুর্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি দুলাল দত্ত চন্দন, সাধারণ সম্পাদক বাবুল দে, রমেস চন্দ্র দে বাড়ি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি জহর লাল আচার্য, সাধারণ সম্পাদক যুবরাজ চন্দ দাস, দাসাদী সুরেন্দ্র নাথ দাস বাড়ি দুর্গা পূজা মণ্ডপের সভাপতি শুভ্রতা দাস, সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস, মঠখোলা শিব বাড়িয়া দুর্গা পূজা মণ্ডপের সভাপতি ব্রজগোপাল আচার্য, সাধারণ সম্পাদক সঞ্জয় পালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ১ অক্টোবর ২০২৫