শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজার শ্রীমঙ্গলে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও গণপরিবহন রাস্তায় বের করায় ২৪ মামলায় ১২হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
করোনা মহামারী কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও গণপরিবহন রাস্তায় বের করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
মঙ্গরবার (২৯ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুছ ছালেক, পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন