শ্রীপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরওয়ার, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী আবদুল আওয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাগুরা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আইয়ুব হোসেন খান, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, সিনিয়র সাংবাদিক মাহফুজার রহমান, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হোসেন, রবীন শরীফ, শ্রীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, প্রচার সম্পাদক এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন, লেনিন জাফর, জুয়েল রানা, জিল্লুর রহমান সাগরসহ শ্রীপুর প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচলনা করেন মাওলানা মো. সাইফুল্লাহ।

Explore More Districts