মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার দুপুরে ‘৮৭ ফাউন্ডেশনে’র উদ্যোগে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘৮৭ ফাউন্ডেশনে’র প্রধান উপদেষ্টা, প্রধান সমন্বয়ক ও ৩ নং শ্রীকোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। ‘৮৭ ফাউন্ডেশনে’র সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন কানাডা প্রবাসী ডা. মোঃ সাইফুল ইসলাম, ঢাকা থেকে যুক্ত হন ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার নবাব আলী ও সংগঠনের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ জেড উবাইদুল্লাহ প্রমুখ।
৮৭ ফাউন্ডেশনে’র প্রধান উপদেষ্টা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি জানান, ‘৮৭ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মহমারী করোনার সময়ে করোনা আক্রান্তদের অক্সিজেন সেবাসহ নানাবিধ সাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। প্রতিবছর স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এবারও উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা ও ১ টি কলেজের ৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
পোষ্ট শেয়ার করুন
Related