শ্রীপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হেলাল মোল্যা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নাকোল পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী হেলাল নাকোল পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩ টার দিকে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মুকুল হোসেনের নেতৃত্বে নাকোল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হেলাল মোল্যাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে চালের ড্রামের ভিতর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে। মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Explore More Districts