মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া-চরজোকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগবাড়িয়া-চরজোকা গ্রামের গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চুর মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও এ দু-গ্রুপ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। রোববার রাত ১ টা ১৫ মিনিটের দিকে ধলু গ্রুপের লোকজন সাচ্চুকে মারধর করার জন্য ধাওয়া দেয়। এ সময় সাচ্চু দৌড়ে পালিয়ে যাই। এরই জেরে রোববার বিকেল ৪ টার দিকে দেশীয় অস্ত্রসহ দু-গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় হাবিবুর রহমান ধলু, রকিবুল ইসলাম মন্নু, নাসির মন্ডল, ইলিয়াস মন্ডল, জিলহজ্জ, আজিজুল মন্ডল, মিনহাজুল ইসলাম সাচ্চু, হেলাল মন্ডল, রিপন মোল্লা, জিয়াউর রহমান, উজ্জল, চঞ্চলসহ উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়া পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পোষ্ট শেয়ার করুন