মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শ্রীপুর এম সি পাইলট বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা শ্রীপুরের স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সাবিনা ইয়াসমিন।
এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সাংবাদিক ও বিজ্ঞপাখি হলদে পাখি এবং স্থানীয় কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পোষ্ট শেয়ার করুন