শ্রীপুরে রথযাত্রা মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

শ্রীপুরে রথযাত্রা মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুরে শ্রীশ্রী জগন্নাথাদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শ্রীমৎ অসীম কৃষ্ণদাস বাবাজী মহারাজের আয়োজনে খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রমের সামনে থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। গত ২২ জুলাই শুক্রবার রথযাত্রা ও গতকাল ৫ জুলাই শনিবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Explore More Districts