শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মদনপুর জামে মসজিদ প্রাঙ্গনে শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিয়া আব্দুল মোত্তালেব হোসেনের ছেলে সাংবাদিক জুয়েল রানা।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু হুরাইরা জামিল, জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন, মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় সাংবাদিক জুয়েল রানা জানান, প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী সেমাই, চিনি, সাবান, গুড়া দুধ, কিচমিচসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আল্লাহ জীবিত রাখলে আমি এসব পরিবারের পাশে দাড়াবো ইনশাআল্লাহ।

Explore More Districts