মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুরে নিজের পরিহিত কাপড়ে গলায় ফাঁস নিয়ে রহিমা বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সে একজন মানসিক প্রতিবন্ধী। রোববার সকাল সাড়ে ৫ টার দিকে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য আফসার শেখের কাঁঠাল বাগানে মেয়ে সেফালী বেগম কাঁঠাল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পোষ্ট শেয়ার করুন