শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি, আহত ১

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি, আহত ১

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ টি গরু, ৪ টি ছাগলসহ ১ জন মারাত্মক আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের খোর্দ্দরহুয়া গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির মালিক বদিয়ার জোয়ার্দ্দার (৫৫) এর শরীরের ৬০ ভাগ পুড়ে যাই। আহত বদিয়ার জোয়ার্দ্দারকে প্রথম মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বদিয়ার জোয়ার্দ্দারের গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পাশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। গোয়ালঘরে থাকা ২ টা গরু ও ৪ টি ছাগল পুড়ে যায়। গরু ও ছাগল উদ্ধার করতে বদিয়ার জোয়ার্দ্দার এগিয়ে গেলে তার গায়ে ও আগুন ধরে যাই। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Explore More Districts