মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব -১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন এ খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের টিম ম্যানেজার ও চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের টিম ম্যানেজার ও ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, অধ্যাপক শিশির শিকদারসহ অন্যরা।
খেলায় ৮ টি ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশ কাদিরপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল জেলায় অংশ গ্রহণ করবে।
পোষ্ট শেয়ার করুন