শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ শেখ রাসেল স্টেডিয়াম চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ হা ম শামিমুজ্জামান, স্বাগত রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হুসাইন রাসেল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা ডেইরি এসোসিয়েশন সভাপতি মো. মনিরুল ইসলাম।

শ্রীপুর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জামান, মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম কুমার প্রমুখ।

প্রদর্শনীতে ৩২ টি স্টল প্রদর্শিত হয়। সেখানে ৬ টি ক্যাটাগরীতে ১৮ টি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার খামারিদের হাতে তুলে দেওয়া হয়।

Explore More Districts