শ্রীপুরে পানি সরবরাহের দাবিতে কংগ্রেসের মানববন্ধন

শ্রীপুরে পানি সরবরাহের দাবিতে কংগ্রেসের মানববন্ধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“পানি দাও, কৃষক বাচাঁও” এই স্লোগানে বাংলাদেশ কংগ্রেস মাগুরার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গঙ্গা-কপোতাক্ষ প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলাধীন শাখা ক্যানেল সমূহে পানি সরবরাহের দাবি জানান। মানববন্ধন শেষে দলটি মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগর, মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী সালমান খান প্রমুখ।

Explore More Districts