মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য রাশিদুল মোল্লার শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা ও খোঁজ-খবর নিতে ছুটে যান মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। রোববার বিকেলে হোগলডাঙ্গা গ্রামে নিহতের বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও ন্যায় বিচারের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য টুটুলসহ আরো অনেকেই।
পোষ্ট শেয়ার করুন