মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ২ টি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাজলি বাজারে ভাই ভাই স্টোর ও আসিব স্টোরে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিকদের দাবি ২ টি দোকান থেকে নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা ও ৭ লিটার তেল চুরি হয়েছে।
ভাই ভাই স্টোরের মালিক খাঁন আব্দুস সালাম জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি দোকান ঘরের টিন কাটা, ক্যাশ বাক্স ও লকার খোলা। কোম্পানির দেওয়ার জন্য ক্যাশ বাক্সে রাখা টাকা ও লকার ভেঙে চোর ৩ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। প্রতিরাতে পাহারা থাকার পরেও বাজারে কিভাবে চুরি হয়?
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোষ্ট শেয়ার করুন