মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন পুলিশ তদন্তে নিয়মিত মামলার আসামী। মঙ্গলবার ভোর সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা পুলিশ তদন্তে নিয়মিত মামলার আসামী। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পোষ্ট শেয়ার করুন