শ্রীপুরে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

শ্রীপুরে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে গলায় ওড়না পেঁচিয়ে মাহমুদা বেগম (৩০) এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে রাতে ২ মেয়েকে নিয়ে ঘুমাতে যায়। এ সময় তার স্বামী অন্যের বাড়িতে লিচু পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাই। রাত ১২ টার দিকে সে বাড়িতে গিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরিবারের লোকজনের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় নিচে নামানো হয়।

পরিবারের লোকজনের দাবি, সে দীর্ঘদিন ধরে পেটে ব্যথায় ভূগছিলেন। এ কারণে সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Explore More Districts