মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ঘাসিয়াড়া ব্যাপারীপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল হক বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা, পিকুল খান ও আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, জেলা কৃষকদলের আহবায়ক রুবাইয়াত হোসেন খান, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমারে সুস্বাস্থ্য কমনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘাসিয়াড়া ব্যাপরীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
পোষ্ট শেয়ার করুন