শ্রীপুরে আশা’র শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শ্রীপুরে আশা’র শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার টিকারবিলায় বেসরকারি সেবা সংস্থা আশা’র এডুকেশন সুপার ভাইজার ও শিক্ষা সেবিকাদের নিয়ে ২দিন ব্যাপি ত্রৈমাষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আশা’র টিকারবিলা ব্রাঞ্চের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

স্থানীয় ব্রাঞ্চ ম্যানেজার মো. মুজিবর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পিটিআই এর ইন্সপেক্টর খান মো. কামরুজ্জামান মারুফ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিকারবিলা আশা’র শিক্ষা সুপার ভাইজার মো. রাজিব বিশ্বাস, সহকারী ম্যানেজার মো. রেজাউল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষা সুপার ভাইজার, শিক্ষা সেবিকাসহ আশা’র বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Explore More Districts