শ্রীপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

শ্রীপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি  আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলুন উড়িয়ে ও উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

Explore More Districts