শ্রীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও মহড়া

শ্রীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও মহড়া

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে রবিবার সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যগণ তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মুসাফির নজরুল, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলমসহ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ, গ্যাসের চুলায় অগ্নিকান্ড নির্বাপণ, বসতঘরে অগ্নিকান্ড নির্বাপণসহ নানা বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়।

Explore More Districts