শ্রীপুরের বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত

শ্রীপুরের বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরের সাব্দালপুর ইউনিয়নের জারিয়া মাঠ‌‌‌ পাড়া গ্রামের নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া বিশেষ মোনাজাত করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মাগুরা জেলার বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার নির্দেশনা জারি করা হয়। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের তদারকিতে উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঘটনার পরপরই শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা রাখী ব্যানার্জী শিশুটির বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ক খোঁজখবর নেন এবং সব ধরনের সরকার কর্তৃক সুযোগ-সুবিধা দেওয়া কথা বলেন। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তার পিতাকে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার আশ্বাস দেন।

Explore More Districts