শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়নে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়নে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোয়ালদাহ বাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

Explore More Districts