শ্রীনগরে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ এক যুবক গ্রেফতার

শ্রীনগরে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ এক যুবক গ্রেফতার




তোফাজ্জল হোসেন শিহাব

শ্রীনগরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম হচ্ছে মোঃ নাজমুল শেখ ওরফে আশিক (২৮)। তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৩০ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার চকবাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা।

অভিযানে চকবাজার এলাকা থেকে মোঃ নাজমুল শেখ ওরফে আশিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি শ্রীনগর উপজেলার পাটভোগ ইউনিয়নের শেখ মোহাম্মদ আলীর পুত্র।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামি একজন ফেন্সিডিল ব্যবসায়ী। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।




Explore More Districts