শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা

দৈনিকসিলেটডেস্ক :

বিশ্বশান্তি ও মানবতার পৃথিবী গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান।

মানবতার ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে ১৯ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে নয়টায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য নগর পরিক্রমা বের হয়। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আয়োজনে দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে মির্জাজাঙ্গাল এলাকা থেকে ঢাক-ঢোল, বাদ্য-বাজনা,উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে শিশু থেকে বৃদ্ধ নানা বয়েসের কয়েক সহস্র নারী-পুরুষ ভক্ত নগর পরিক্রমায় অংশ নেন।
নগর পরিক্রমার শুভ উদ্বোধন করেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় শোভাযাত্রা উদ্বোধনী পর্বে শুভেচ্ছা জানান জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আহবায়ক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য ও সদস্য সচিব জগদীশ চন্দ্র দাশ। বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ,
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,
পররাষ্ট্র মন্ত্রীর পত্নী মিসেস সেলিনা মোমেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি প্রকৌশলী পি কে চৌধুরী,শোভাযাত্রা উপকমিটির আহবায়ক সুদীপ দেব। নগর পরিক্রমায় অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,দিবাকর ধর রাম, মৃত্যুঞ্জয় ধর ভোলা, সুব্রত পুরকায়স্থ, বিধান সাহা, রনজিত সরকার,তপন মিত্র, কাউন্সিলর সান্তনু দত্ত সন্তুু, পীযুষ কান্তি দে,অরুন দেবনাথ সাগর, দেবাংশু দাস মিটু, কাউন্সিলর বিক্রম কর সম্রাট।
সন্ধ্যায় গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী রাস্ট্রদুত নিরাজ কুমার জয়সওয়াল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড মিসবাহ উদ্দিন সিরাজ।

আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, দেবাশীষ দে বাসু, কৃপেশ পাল,সুব্রত দেব, অধ্যাপক রজত ভট্টাচার্য, প্রদীপ দেব,
বিজয় কৃষ্ণ বিশ্বাস, সজল চৌধুরী, এড. রঞ্জন ঘোষ,বাবুল দেব, জিডি রুমু, মদন কর্মকার, চন্দন দাস, রতন দে, দীপক রায় দীপু, রনজিত রায়, এড. পান্না, ভানু লাল দাস, প্রদীপ চন্দ্র চন্দ, ধনঞ্জয় দাস ধনু, মনোজ দত্ত মুন্না, টিপু দত্ত,আশীষ দে, রথীন্দ্র দাস ভক্ত, কার্তিক পাল, দীপন আচার্য্য,খোকন পাল, দিবা রানী দে বাবলী, তৃষ্ণা চক্রবর্তী, মনি দে, ববিতা বর্মন,
অপূর্ব কুমার দাস, কিশোর কান্তি দে, অর্জুন রায়, রকি দেব, সজীব চক্রবর্তী,।

এছাড়াও ইসকন সিলেট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, হিন্দু মহাজোট, মথুয়া সম্প্রদায়, গীতা সংঘ করেরপাড়া, জগদ্বন্ধু আশ্রম, হরিভক্তি প্রচারীনী, জগন্নাথ আখড়া, তরুন সনাতন সংঘ(টিএসএস), বাংলাদেশ কাশ্যপ পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Explore More Districts