ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, ট্রান্সকম ফুডস লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষে শ্রমিক কল্যাণ তহবিলে বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ প্রদান করেছে। মোট ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৪৮৬ টাকা সরকার নির্ধারিত এই তহবিলে জমা দেওয়া হয়েছে।
গতকাল রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে এই চেক গ্রহণ করেন। ট্রান্সকম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ট্রান্সকম লিমিটেডের করপোরেট মানবসম্পদ বিভাগের প্রধান মো. সাব্বির আলী, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ প্রধান মো. রফিকুল ইসলাম ও ট্রান্সকম লিমিটেডের অর্থ বিভাগের উপব্যবস্থাপক এইচ এম রুমান উদ্দিন। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং অন্যান্য গুরুত্ব ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।