শ্রমিকদল নেতাদের চাপে তিনজনকে নিয়োগ দিলো বরিশাল শিক্ষা বোর্ড

শ্রমিকদল নেতাদের চাপে তিনজনকে নিয়োগ দিলো বরিশাল শিক্ষা বোর্ড

২০ September ২০২৫ Saturday ৮:২৯:৫৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

শ্রমিকদল নেতাদের চাপে তিনজনকে নিয়োগ দিলো বরিশাল শিক্ষা বোর্ড

নিয়োগ বিধি লঙ্ঘন করে শ্রমিক দল ও কর্মচারী সংঘের নেতাদের সুপারিশে তিনজনকে নিয়োগ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
নিয়োগ পাওয়া তিনজনের মধ্যে আবার দুজন শ্রমিকদল নেতার আত্মীয়। এ নিয়ে বোর্ডের অন্যান্য কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
নিয়োগ পাওয়া কর্মচারীরা হলেন, বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের শ্যালকের স্ত্রী ফাতেমাতুজ জোহরা, জেলা শ্রমিক দল নেতা মহসিন আহমেদের ভাগ্নে আবে কাওছার। এছাড়া তাদের সুপারিশে কম্পিউটার এটেনডেন্ট আজিজুল হককে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে ।
বোর্ডের দুজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিক দলের শহীদুল ইসলাম ও মহসিন আহম্মেদ বোর্ডের শ্রমিক সংঘের নেতা। তাদের প্রভাবে অন্যান্য কর্মচারীরা এমনকি বোর্ডের উর্ধতন কর্মকর্তারাও অপদস্থ হওয়ায় শঙ্কায থাকেন। বোর্ডে অন্তত চারজন সিনিয়র কর্মচারী থাকলেও মাস্টার রোলে শ্রমিক দলের নেতাদের আত্মীয় ও তাদের অনুসারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
বিধি অনুসারে সরকারি কোন নিয়োগে বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি এবং নিয়োগ বোর্ড গঠন করতে হয়। কিন্তু এসব কিছু না করেই শ্রমিক দল নেতাদের চাপে বিধি লঙ্ঘন করে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে।
একজন কর্মকর্তা বলেন, বোর্ড সচিব পদায়ন নিয়ে শ্রমিক দল সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে বোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করা হয়েছিল। এরপর থেকে তার হাতে অপদস্ত হওয়ার ভয়ে থাকেন বোর্ডের কর্মকর্তা কর্মচারিরা। প্রতিটি কাজে তারা হস্তক্ষেপ করেন।
যদিও মহানগর শ্রমিক দলের সম্পাদক শহীদুল ইসলাম ও জেলা শুমিক দল নেতা মহসিন আহম্মেদের সাথে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম বলেন, তাদের নিয়োগের জন্য আমাদের সুপারিশ করেছে। তবে এটি কোন স্থায়ী নিয়োগ নয়।
সরকারি বিধি অনুসারে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ ও কমিটি গঠন করা হয়েছিল কিনা জানতে চাইলে বোর্ড সচিব জানান, এসব করা হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





কলকাতায় বসেও বরিশালের ইলিশ ব্যবসা নিয়ন্ত্রণে আ.লীগ নেতার

বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বরিশাল টিটিসিতে অনিয়ম-দুর্নীতিই যেন নিয়ম!

বরিশাল শহর রক্ষা বাঁধের ব্লক লুট, ট্রলারসহ আটক ১

আগৈলঝাড়ায় র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

Explore More Districts