আধুনিক বাংলা গানের অন্যতম কাণ্ডারি সংগীতশিল্পী কবীর সুমন শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ জুন) মধ্যরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়েছে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালে ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর কাছাকাছি নেমে এসেছিল। এই মুহূর্তে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কবির সুমনের করোনা পরীক্ষা হলেও তার ফলাফল এখনো আসেনি বলে জানিয়েছে আনন্দবাজার।
এসএসকেএম হাসপাতালে মেডিসিন বিভাগের ডাক্তার সৌমিত্র ঘোষের বরাতে আনন্দবাজার জানিয়েছে, হাসপাতালে আনার পর কবির সুমনের বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। জ্বর এবং অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তার।