শোকজ পাচ্ছেন ডমিঙ্গো! | Suprobhat Bangladesh

শোকজ পাচ্ছেন ডমিঙ্গো! | Suprobhat Bangladesh




সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে এই ফরম্যাটে দল গুছিয়ে আনতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারই অংশ এ ফরম্যাটে নতুন অধিনায়ক আর নতুন পরামর্শক নিয়োগ। খবর ডেইলি-বাংলাদেশ’র
এদিকে টি-২০ ক্রিকেটে কোচ রাসেল ডমিঙ্গোর দর্শন বাংলাদেশের সঙ্গে মানায় না বলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব দেয়া হয় তাকে। এ সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বোর্ডের নীতি নির্ধারকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন ডমিঙ্গো। যেখানে দল পরিচালনায় স্বাধীনতা না পাওয়াসহ ক্রিকেটারদের সাথে বোর্ড পরিচালক, টিম ডিরেক্টরের খারাপ আচরণ করার কথাও ছিল। ক্রিকেটারদের নানাভাবে চাপে রাখা হয় বলেও সোজাসাপ্টা জানিয়েছেন ডোমিঙ্গো। গণমাধ্যমে এমন সাক্ষাৎকার দেয়ায় বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখেনি বিসিবি। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ডমিঙ্গোর এইসব অভিযোগের উত্তরে কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি জানালেন কোচের সঙ্গে আলাপ করেই বিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, ‘আমি আসলে সবার সঙ্গে আলাপ করে মন্তব্য করতে চাই। এই সময় আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে কিছু কিছু জিনিস আছে যেটা বললেন আপনি, খেলোয়াড়দের ব্যাপারে। সেটা খেলোয়াড়দের জিজ্ঞেস করলেই হবে কারা হ্যাম্পারিং করে না করে।’ ডমিঙ্গোর বিরুদ্ধেও অভিযোগ আছে দাবি করে জালাল ইউনুস বলেন করেন, ‘অবশ্যই এটা কাম্য নয়। এখনও তার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সরাসরি কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমি খন্ডন করছি না, আমরা নিজেদের মাঝে আলাপ আলোচনা করবো।’



Explore More Districts