স্টাফ রিপোর্টার
সরকারী চাকুরীতে ৩০ % কোটা বহাল ও পরিপত্র প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার সকালে কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা এ কর্মসূচীর ডাক দেয়।
কর্মসূচীর অংশ হিসেবে কোটা বহাল ও বাতিলের পরিপত্র প্রত্যাহারের দাবী জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মুক্তিযোদ্ধারা প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। মুক্তিযোদ্ধাদের দাবী মানা না হলে পরবর্তীতে তারা আরো বৃহৎ কর্মসূচীর ঘোষনা দেন।
Share This Story, Choose Your Platform!