স্টাফ রিপোর্টার
সরকারী চাকুরীতে ৩০ % কোটা বহাল ও পরিপত্র প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার সকালে কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা এ কর্মসূচীর ডাক দেয়।
কর্মসূচীর অংশ হিসেবে কোটা বহাল ও বাতিলের পরিপত্র প্রত্যাহারের দাবী জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মুক্তিযোদ্ধারা প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। মুক্তিযোদ্ধাদের দাবী মানা না হলে পরবর্তীতে তারা আরো বৃহৎ কর্মসূচীর ঘোষনা দেন।