শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুমিনুলের

শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুমিনুলের

দীর্ঘদিন ধরে রান খরায় ভুগতে থাকা মুমিনুল হক টাইগারদের টেস্ট দলের নেতৃত্বে থাকবেন কিনা সেটি নিয়ে ছিল জোর আলোচনা। বিসিবির সূত্রের বরাতে যমুনা নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, মুমিনুল আর অধিনায়ক থাকছেন না; মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায়ই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় অনানুষ্ঠানিক বৈঠকে নির্ধারণ হতে পারে মুমিনুলের অধিনায়কত্বের ভাগ্য। শেষ পর্যন্ত সেটিই হলো। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মুমিনুল।

মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় গিয়ে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান তিনি। পরে গণমাধ্যমে জানান, নিজের পারফরম্যান্সের দিকেই মন দিতে চান তিনি। মুমিনুল বলেন, অধিনায়ক ফর্মে থাকলে দল খারাপ করলে মোটিভেট করতে পারে। কিন্তু আমি নিজেই ভালো খেলতে পারছি না। তাই আমার মনে হয়েছে এই দায়িত্বটা এখন ছেড়ে দেয়া উচিত।

স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন জানালেও পরবর্তী অধিনায়কের বিষয়ে বিসিবির প্রতি কোনো পরামর্শ নেই তার। বললেন, এটা বোর্ড তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমি এ বিষয়ে কিছু বলিনি।

অধিনায়কত্ব ছাড়লেও হাল ছাড়ছেন না মুমিনুল। দ্রুতই রানের ছন্দে ফিরে আসার আশাবাদ জানালেন। কিছুটা দার্শনিকের ভঙ্গিতেই বললেন, এটাই স্বাভাবিক। যখন ভালো খেলবো তখন এক রকম, যখন পারবো না তখন তো কথা হবেই।

বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্সে ভালো-খারাপের মিশেল থাকলেও অধিনায়ক মুমিনুল হকের ব্যাট ছিল ধারাবাহিকভাবে ব্যর্থ। দলের অন্যতম সেরা এই ব্যাটারের রান খরা দীর্ঘায়িত হওয়ায় অবধারিতভাবেই গুঞ্জন উঠেছিল, অধিনায়কত্ব কি বোঝার মতো চেপে বসেছে টাইগারদের পক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিকের কাঁধে!
স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন প্রকাশ্যেই বলেছেন, ব্যাটার মুমিনুলের সেরা ফর্মই দলের চাওয়া। আর তা নিশ্চিত করতে যদি নেতৃত্বে অন্য কাউকে আনতে হয়, তবে সে পথেই হাঁটবে বিসিবি।

তবে, বিসিবি কোনো সিদ্ধান্ত জানানোর আগেই মুমিনুল কাজটা সহজ করে দিলেন। ভদ্রলোকের খেলা ক্রিকেট, তাই ভদ্রোচিতভাবেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন।

আরও পড়ুন: মুমিনুলকে সরিয়ে সাকিবকেই করা হচ্ছে সাদা পোশাকের নতুন অধিনায়ক?

আরও পড়ুন: চাপ হলে অধিনায়কত্ব অন্য কেউ করুক, মুমিনুলের ব্যাপারে সুজন

Explore More Districts