শেষ দিনেও লম্বা সময় ব্যাট করতে চায় নিউজিল্যান্ড

শেষ দিনেও লম্বা সময় ব্যাট করতে চায় নিউজিল্যান্ড

চতুর্থ দিনের শেষবেলায় এবাদত হোসেনের বোলিং তোপে দিশেহারা হয়ে চাপে আছে নিউজিল্যান্ড। তবুও এই টেস্টে ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক ফল পেতে স্বপ্ন দেখছে তারা।

রস টেলর ৩৭ রানে অপরাজিত আছেন

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১৭ রান। এরমধ্যেই পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। হার এড়াতে হলে বাংলাদেশকে লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেওয়ার বিকল্প নেই কিউইদের সামনে। তাই রান তুলে শক্ত অবস্থানে যেতে চায় নিউজিল্যান্ড।

Advertisment

নিউজিল্যান্ডের ব্যাটিং পরামর্শক লুক রংকি বলেন, “আমরা কেবল যতক্ষণ পারি ব্যাট করে যাব, আশা করি। বেলা বাড়তে বাড়তে অন্য কোনো অপশন বের হতেও পারে। আমাদের জন্য, কাল সকালে আবার নতুন করে শুরু করতে হবে।”

বাংলাদেশের বোলাররা কিউইদের যেভাবে বিপদ ফেলেছেন তাও জানান রংকি, “তাদের পেসাররা সোজাসুজি বল করে আমাদের বেশির ভাগ বল খেলতে বাধ্য করছে। এমন পিচের এই ধরনের বোলিং আমাদের ওপর বেশ চাপ সৃষ্টি করেছে। তাদের স্পিনাররাও একই কাজ করছে এবং আমাদের ছেলেরা যেভাবে খেলতে চেয়েছিল, তা করতে পারছে না।”

নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “কাল আমাদের ইতিবাচকভাবে শুরু করতে হবে। নিশ্চিত করতে হবে, আমরা যেন রান করতে পারি। আমরা যদি শুধুই ব্যাটিং করার চিন্তা করে খেলি তাহলে দ্রুতই দিন শেষ হয়ে যাবে। তাই আমাদের ইতিবাচকভাবে খেলে নিশ্চিত করতে হবে যেন ম্যাচে তখনো রোমাঞ্চ থাকে।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts