শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ শেরপুর শহীদিয়া কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রæয়ারী) বেলা ১১ টায় শেরপুর শহীদিয়া কামিল মাদরাসা মাঠে শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও হাফিজুর রহমানের উদ্বোধনী বক্তবের মধ্যে দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠান, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার। এসময় আরো বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদরাসার গর্ভনিং বডির সহ-সভাপতি খয়বর খন্দকার, আওয়ামীলীগ নেতা সৈয়দ শামীম ইফতেখার হোসেন, উলিপুর আমেরিয়া সমতুল্ল্যা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী সহ মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।