সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপি। শনিবার দুপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেরা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া। এছাড়া জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।
সভায় বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান। সাথে সকল বিরোধীপক্ষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।