শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে দুই কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয়টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ডিসেম্বর) ভোররাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামে এই ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুজ্জামান লিটন ও বদিউজ্জামান জানান, তাদের বিশ একর জমির খড় বসতবাড়ির উঠানে ছয়টি গাদা করে রাখা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ঘড়ের গাদাগুলোতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। একপর্যায়ে আশপাশের বাড়ির লোকজন ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। এরপর তারা এসে দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এতে তাদের দেড় লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া আগুনে সম্পুর্ণ খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের গবাদী পশুগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কারণ গো-খাদ্যের মারাত্মক সংকট মারাত্মক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তারা।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন এ প্রসঙ্গে বলেন, আগুন লাগার খবরটি বিলম্ব দেওয়া হয়। তাই তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই আশিভাগ খড়ের গাদা পুড়ে ছাই যায়। এছাড়া তাদের সময়মত উপস্থিতির কারণে বাকি খড় এবং আশপাশের বসতবাড়িগুলো রক্ষা পেয়েছে বলে দাবি করেন।
জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রæততম সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাত ব্যক্ত করেন তিনি।