শেরপুরের ঝিনাইগাতীতে প্রাপ্ত ভোট সংখ্যা সমান হওয়ায় আবারও নির্বাচন (ভিডিও)

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাপ্ত ভোট সংখ্যা সমান হওয়ায় আবারও নির্বাচন (ভিডিও)

– Advertisement –

গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্ধা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে দুই জনের প্রাপ্ত ভোট সংখ্যা সমান হওয়ায় আজ সোমবার তিনআনী কলেজ কেন্দ্রে আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তি প্রিয়ভাবে কেন্দ্রে ২০২৩ জন সাধারণ ভোটাররা তাদের প্রছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করে । সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত পুলিশ, আনসার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন । নির্বাচনে ইউপি সদস্য পদে সামেদুল ইসলাম (ফুটবল) ও আব্দুল বাক্কি (মোড়গ) প্রতীক নিয়ে হাড্ডা হাড্ডি ভোট লড়াইয়ে দিন ব্যাপি মাঠে ছিলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি)জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ভোট কেন্দ্র পরিদর্শন করেন । শেষ সময়ে রাজিব নামে একব্যাক্তি নির্বাচনে কেন্দ্রে প্রবেশ করে পুলিশের সাথে অসদাচরণ ও বল প্রয়োগের চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭দিনের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেন রাজিবকে । উল্লেখ্য ৫ম ধাপে ইউপি নির্বাচনে গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য পদে দুই জনের ফলাফলে ভোটের সংখ্যা একই থাকার ফলে এই নির্বাচন আবারও অনুষ্ঠিত হয় আজ । এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজয়ের মালা কার গলায় উঠবে তা জানা যায়নি ।

ভিডিও:

– Advertisement –

Explore More Districts