শেয়ারবাজারের ঋণাত্মক ঋণ হিসাব নিয়ে জটিলতা, সমাধানে বৈঠক

শেয়ারবাজারের ঋণাত্মক ঋণ হিসাব নিয়ে জটিলতা, সমাধানে বৈঠক

বিএসইসির সঙ্গে বৈঠকে শীর্ষ ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা ২০৩০ সাল পর্যন্ত ঋণাত্মক ঋণ হিসাব ও লোকসানে থাকা ডিলার হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতিতে ছাড়ের দাবি জানান। তাঁরা বলেন, এই সুবিধা দেওয়া না হলে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

বৈঠক সূত্র বলছে, বিএসইসির কর্মকর্তারা বিষয়টির সঙ্গে একমত হলেও ঢালাওভাবে আর সুবিধা না দেওয়ার কথা জানিয়ে দেন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, যেসব প্রতিষ্ঠান এই সমস্যায় রয়েছে, তারা তাদের আর্থিক ভিত্তি, লোকসানের পরিমাণ ও অনাদায়ি ঋণের পরিমাণসহ কত দিনের মধ্যে কীভাবে সমস্যার সমাধান করতে পারবে, এসব বিষয় তুলে ধরে আবেদন করলে কেস টু কেস ভিত্তিতে সমাধান করা হবে।

জানতে চাইলে ডিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাইফউদ্দিন বলেন, ‘ডিবিএর পক্ষ থেকে আমরা ঋণাত্মক ঋণ হিসাব ও ডিলার হিসাবের লোকসানজনিত ক্ষতির বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির মেয়াদ বাড়াতে আবেদন করব। পরে প্রতিষ্ঠানগুলো নিজেরা এ বিষয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে কমিশনে প্রস্তাব জমা দেবে। কমিশন সেসব আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বৈঠকে আশ্বস্ত করেছে।’

Explore More Districts