শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ

শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ

২১ October ২০২৪ Monday ৮:৪০:২৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ

বকেয়া বেতন প্রদান ও ওয়ার্ড মাস্টারসহ তিন কর্মচারীর অপসারণ দাবিতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পৃথক বিক্ষোভ হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) সকালে হাসপাতালের সামনে বকেয়া বেতন চেয়ে বিক্ষোভ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা। 

একই সময় হাসপাতালের ওয়ার্ড মাস্টার, অফিস সহায়ক রুহুল আমিন লিখন ও তরিকুল ইসলাম সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন করে সাধারণ কর্মচারীরা। 

তাদের বিরুদ্ধে রোস্টার বাণিজ্যের মাধ্যমে হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন কর্মচারীরা। 

এসব বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পরিচালক ডা. এস.এম. মনিরুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। এছাড়া তাদের জুন ২৪ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে। আমাদের যেহেতু লোকবল সংকট রয়েছে তাই তারা চুক্তির বাইরে কাজ করছে। 

বেতন পরিশোধ ও কর্মচারীদের অপসারণের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হবে।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts