শেখ হাসিনা শান্তিপূর্ণ সহবস্থানের গ্লোবাল ভয়েস: পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা শান্তিপূর্ণ সহবস্থানের গ্লোবাল ভয়েস: পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা শান্তিপূর্ণ সহবস্থানের গ্লোবাল ভয়েস: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে জোটটির লক্ষ্য পূরণে পরামর্শ দেবে বাংলাদেশ। এমন কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশ্বে শান্তিপূর্ণ সহবস্থানের জন্য গ্লোবাল ভয়েস। দেশকে এগিয়ে নিতে তার যে অবদান তা বিশ্বের জানা দরকার।

একই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত মনে করে বাংলাদেশের উন্নয়নের গল্প বিশ্বের কাছে পৌঁছানো উচিত। যে কারণেই বাংলাদেশকে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে দাওয়াত দেয়া হয়েছে। কারণ এবার উন্নয়নশীল দেশগুলো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে গুরুত্ব পাবে।

এটিএম/

Explore More Districts