শেখ হাসিনা, মোজাম্মেলসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা, মোজাম্মেলসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রোস্তম মিয়া হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা। এতে ৩১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল হক বলেন, আদালতের নির্দেশে দুটি মামলা করা হয়েছে। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Explore More Districts