শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেন মাইকেল চাকমা

শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেন মাইকেল চাকমা

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ জানিয়ে এসেছিলেন মাইকেল চাকমা। সে দিন তিনি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়াও জেনে এসেছিলেন। সে দিন মাইকেল চাকমা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি যে প্রতিহিংসার শিকার হয়েছি, প্রধান আসামি হিসেবে আমার গুমের জন্য শেখ হাসিনাকেই দায়ী করছি। তার সঙ্গে আরও যারা জড়িত ছিল, তাকে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও অভিযোগ দেব। লিখিত অভিযোগে বিস্তারিত দেওয়া হবে।’

মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তিনি ফিরে আসেন।

Explore More Districts