শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব – DesheBideshe

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব – DesheBideshe

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব – DesheBideshe

ঢাকা, ১২ নভেম্বর – বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিক ভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ নভেম্বর ২০২৫



Explore More Districts