শীতবস্ত্র ও খাবার নিয়ে গোপালগঞ্জের তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার আল-বেলী আফিফা

তানভীর হাসান সৈকত, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সের মাঠে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও দুপুরের খাবার প্যাকেট বিরিয়ানি তুলে দেন জেলার মানবিক পুলিশ সুপার আল-বেলী আফিফা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শীত বস্ত্র নিতে আসা উপস্থিত তৃতীয় লিঙ্গের সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আল-বেলী আফিফা ফুলেল শুভেচ্ছা জানান। শীতবস্ত্র ও খাবার পেয়ে জেলা পুলিশ সুপার সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।