শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে টাঙ্গাইলে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার – News Tangail

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে টাঙ্গাইলে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. শরীফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

ঘাটাইল প্রতিনিধি সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘাটাইল থানা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল গাড়ির ফৌর্স অফিসার কর্তৃক বলাৎকারকারী শিক্ষককে মধুপুর থেকে আটক করে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। এই বিষয়ে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শরীফ হোসেন উপজেলার বাইচাইল গ্রামের দাওয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের আমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার শিক্ষক শরীফ হোসেন গত রাতে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী সোয়াইদ আল হাসান (০৯)-কে বলাৎকার করেছেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও স্বীকার করেছেন যে, তিনি ইতিপূর্বেও ওই মাদ্রাসার অন্যান্য ছাত্রকে বলাৎকার করেছেন এবং গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থাতেও একই ধরনের অপরাধ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা একটি লিখিত এজাহার দায়ের করেছেন এবং এ বিষয়ে পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts