শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন



Post Views:
৪৭

নিজস্ব  প্রতিনিধি:সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ৬ বছর বয়সী শিশুকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র আসামী হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৩১ জানুয়ারী) বিকালে বালিথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি মেম্বর আরশাদ আলী।
মানববন্ধনে বক্তব্য রাখেন তোফাজ্জেল সরদার, জাম্বিয়া খাতুন, সুমাইয়া খাতুন, আসাদ, মোজাহার, বাবু প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ২৬ জানুয়ারী রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ঘরে ডেকে পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান বালিথা গ্রামের আনার উদ্দীন সরদারের ছেলে হাফেজ আব্দুল্লাহ সরদার। এর পরদিন ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিনই সাতক্ষীরা থানায় মামলা করেন ওই শিশুর মা। তবে মামলা দায়েরের ৫ দিনেও হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আসামী গ্রেপ্তার না হওয়ায় হতাশ হচ্ছেন ভিকটিমের পরিবারসহ এলাকাবাসী। এদিকে শিশুটির শরীরের অবস্থা আবারও খারাপের দিকে যাচ্ছে। অসহায় গরীব পরিবার বর্তমানে শিশুটিকে নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন।’ অনতিবিলম্বে আসামী হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
সাতক্ষীরা থানার এস আই শাকিল বলেন, ‘মামলার পর থেকে আসামী আব্দুল্লাহ সরদারকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্বব হবে।’

 

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts