সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজিত মেধাবৃত্তিক বৃত্তি পরীক্ষা-২০২৫। শনিবার নগরীর আম্বারখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৬০০ শিক্ষার্থী। কেজি থেকে ৫ম শ্রেণিতে পডুয়া শিক্ষার্থীরা অংশ নেন এই পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “কোমলমতি শিক্ষার্থীরা এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। এ যোগ্যতাই তাদের আগামী দিনের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন কুঁড়ির মতো জনপ্রিয় অনুষ্টানের পৃষ্টপোষকতা করেছিল বিএনপি। আগামীতে সরকার গঠন করলে এরই ধারাবাহিকতায় বিশ্ব উপযোগী শিশু গঠনে কাজ করবে শহীদ জিয়ার দল বিএনপি। এছাড়া কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোক্তার হোসেন। তিনি বলেন, “বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলাতেই প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা বাড়িয়ে তোলে তাদের আত্মবিশ্বাস।” পরিদর্শক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মোস্তফা শামসুজ্জামান।
তিনি বলেন, “আমাদের সময় পঞ্চম শ্রেণিতে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হতো। এখন কিন্ডারগার্টেন পর্যায় থেকেই বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতা-মানসিকতা গড়ে তুলছে—এটি একটি ইতিবাচক উদ্যোগ।” পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুদ্দোহা, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সিলেট মোহাম্মদ এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ পাভেল মিয়া, পরিচালক, মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ আয়নাল হক, পরিচালক, নিউ ব্লুবেল স্কুল অ্যান্ড কলেজ; কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এছাড়াও সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মোঃ মাসুক মিয়া, পারভিন রহমান, মোঃ লুৎফুর রহমান।পরীক্ষার বিভিন্ন পরিচালন দায়িত্বে ছিলেন আনহার মিয়া, ইয়াকুব আলী, আব্দুর রহমান, কফির উদ্দিন, সাজিদুর রহমান মুরাদ, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, নুরুল আলম পারভেজ, অভিজিৎ, জাকির আহমদ, পুষ্পা রানী প্রমুখ।
