বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসব আজ ও কাল (শুক্র ও শনিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯.৫৯ টায় উৎসব উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এতে বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশুশিল্পীবৃন্দ। এ পর্বে বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা পাবেন মো. মাজহারুল হক ও ঢালী মোহাম্মদ শোয়ায়েব নজীর। উদ্বোধনী আলোচনার বিষয় ‘বাংলাদেশের শিশুসাহিত্য : সৃজনে মননে কতটা যুগোপযোগী’। এতে সভাপতিত্ব করবেন মোহিত কামাল। আলোচক থাকবেন আনজীর লিটন, বিশ্বজিৎ চৌধুরী, রফিকুর রশীদ, রহীম শাহ, সুজন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেবেন মিলন কান্তি দে। সূচনা বক্তব্য রাখবেন রাশেদ রউফ। আয়েশা হক শিমুর সঞ্চালনায় উদ্বোধনী ছড়াপাঠে থাকবেন বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, এয়াকুব সৈয়দ, কেশব জিপসী, জসীম মেহবুব, সনজীব বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার। শুক্রবার দিনব্যাপী উৎসবে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার ও স্বরচিত ছড়া–কবিতা পাঠ। দ্বিতীয় দিনে থাকবে শিশুসাহিত্য সম্মাননা প্রদান। সম্মাননাপ্রাপ্ত লেখক : তাহমিনা কোরাইশী, জাহাঙ্গীর আলম জাহান ও আনোয়ারুল হক নূরী। এতে সভাপতিত্ব করবেন ওমর কায়সার। আলোচক থাকবেন অরুণ শীল, আহমেদ জসিম, জসিম উদ্দিন খান, মিলা মাহফুজা, রমজান মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।



